সাংগঠন পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পটুয়াখালী প্রেসক্লাবের চার সদস্য বহিষ্কার

মো.সুমন মৃধা, পটুয়াখালী থেকেঃ

 

পটুয়াখালী প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ণ, সংগঠন পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী প্রেসক্লাবের নিয়মিত সদস্য দৈনিক সাথীর সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন, স্থগিত সদস্য বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আবদুস সালাম আরিফ, সহযোগি সদস্য বাংলা ভিশনের জেলা প্রতিনিধি কেএম শাহাদৎ হোসেন ও জাগো নিউজের জেলা প্রতিনিধি মহিবুল্লাহ চৌধুরীকে পটুয়াখালী প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৩ ধারা ৯ এবং অনুচ্ছেদ ৫ ধারা ১ লংঘনের অভিযোগে পটুয়াখালী প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।

 

২৩ অক্টোবর পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন পরিষদের এক জরুরি সভায় সর্ব সম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবালের সভাপতিত্বে জরুরি সাধারন সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া, স্বপন ব্যানার্জী, জাকির হোসেন, কাজল বরণ দাস, সাবেক সাধারন সম্পাদক জাফর খান, মুফতি সালাউদ্দীন, জালাল আহমেদ, জাকারিয়া হৃদয়, সদস্য শংকর লাল দাস, মোখলেছুর রহমান, গোলাম রহমান, আতিকুর রহমান, মনির হোসেন বাদল, আতিকুল আলম সোহেল, জাকির মাহমুদ সেলিম, মশিউর রহমান বাবলু, সঞ্জয় কুমার দাস লিটু, মুজাহিদুল ইসলাম নান্নু, বিলাস দাস, নিনা আফরিন, চিন্ময় কর্মকারসহ আরো একাধিক সদস্য।

 

সভায় জানানো হয়, পটুয়াখালী প্রেসক্লাবের নিয়মিত সদস্য ও দৈনিক সাথীর সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন পটুয়াখালী প্রেসক্লাবের নিয়মিত সদস্য থাকা অবস্থায় “পটুয়াখালী জেলা প্রেসক্লাব” নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে নিজেকে ঘোষনা করেন। একই ভাবে অর্থ তসরুপের অভিযোগে দুই বছর ধরে স্থগীত সদস্য বৈশাখী টেলিভিশনের আবদুস সালাম আরিফ স্বঘোষিত প্রেসক্লাবের সাধারন সম্পাদক, কে এম শাহাদৎ যুগ্ম সাধারন সম্পাদক এবং মহিবুল্লাহ চৌধুরী অর্থ সম্পাদক হিসেবে নিজেদের ঘোষনা করেন। তাদের এই ঘোষনা পটুয়াখালী প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৩ ধারা ৯ এবং অনুচ্ছেদ ৫ ধারা ১ এর সুস্পষ্ট লংঘন।

 

বক্তারা বলেন ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ করতে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা গঠনতন্ত্র পরিপন্থী কাজ করে সংগঠনের ভাবমুর্তি ক্ষুণ্ণ করে চলছে। তাদের বিরুদ্ধে পটুয়াখালী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হোক।

 

সভায় সর্বসম্মত ভাবে পটুয়াখালী প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের কারনে তাদের পটুয়াখালী প্রেসক্লাব থেকে বহিস্কার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে (২৬ অক্টোবর) পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পটুয়াখালী * প্রেসক্লাবের চার সদস্য বহিষ্কার
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ