রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে কালীপূজা সম্পন্ন

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

প্রতিবছরের ন্যায় ঠাকুরগঁয়ের রাণীশংকৈল উপজেলায় কার্তিক মাসে অমাবস্যা তিথিতে দীপাবালী কালীপূজা পালিত হয়।

 

উপজেলার জুড়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িগুলি প্রদীপ এবং আলো দিয়ে আলোকিত করা হয়। তাদের কাছে দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব প্রদিপ ও মোমবাতি দিয়ে বাড়ি সাজানো, আতসবাজি, মিষ্টি, উপহার বিতরণ ও ধর্মীয় প্রার্থনা। অনেকেই মনের বাসনা পূর্ণ করতে কবুতর ও পাঠা বলি দিয়ে থাকে।

 

বিভিন্ন মন্দিরে অরাধনা করছেন ভক্তরা তাদের বিশ্বাস কালীপূজা হচ্ছে শক্তির পুজা। জগতে সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় ঘটাবে।

 

গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাতে শাহাপাড়া হাটখোলা মন্দিরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, ব্যাংক কর্মকর্তা সুমন বসাক, সুল্যোক বসাক, সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী, হুমায়ুন কবির, সিংপাড়া স্কুলের সভাপতি সামিয়ুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কালীপূজা
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ