জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নিজাম আর নেই
মুতাছিন বিল্লাহ, জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দীন (৭৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত সোমবার রাত ১০টায় জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জীবননগর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিজাম উদ্দীনকে গার্ড অব ওনার দেওয়া হয়।