বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফাইনাল অনুষ্ঠিত

 

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে “বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২” এর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

ফাইনাল খেলা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য,  ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মুহাম্মদ রকিবুল ইসলাম তালুকদার সুপারিনটেনডেন্ট, পিটিআই, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  শফিউল হক সহ বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন ।

 

খেলাটিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

 

সোমবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শেরপুর জেলা ময়মনসিংহ জেলার মাঝে খেলা অনুষ্ঠিত হয়। এতে শেরপুর জেলাকে ০-৫ গোলে হারিয়ে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হয় । দুপুরের দ্বিতীয়ারদের খেলায় জামালপুর বনাম শেরপুর জেলার মাঝে খেলায় শেরপুর জেলাকে ০-১ গোলে পরাজিত করে জামালপুর চ্যাম্পিয়ন হয় ।

 

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ