শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধিঃ
২৩ অক্টোবর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নগরীর টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ কর্তৃক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও সৈয়দ নজরুল ইসলাম কলেজ গভর্নিং বডির আজীবন দাতা সদস্য মনিরা সুলতানা মনি এম.পি, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সৈয়দ নজরুল ইসলাম কলেজ গর্ভনিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।
সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড.এ.কে.এম. আবদুর রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কলেজের অধ্যাপক এনায়েতুর রহমান।