বাকেরগঞ্জের অগ্নি দগ্ধ শাওন বাঁচতে চায়
বাকেরগঞ্জ, বরিশালঃ
বাকেরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের দরিদ্র আবদুর রব এর পুত্র জীবিকার জন্য একটি চায়ের দোকানে কাজ করতো।
নিয়তির নিষ্ঠুর পরিহাসে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে তার মুখমন্ডল ও স্বাসনালী পুড়ে যায়। বর্তমানে সে বরিশাল-শেরই বাংলা হাসপাতালে চিকিৎস্যাধীন আছে।
চিকিৎসক বলছে, তাকে উন্নত চিকিৎস্যার জন্য ঢাকায় নিতে। কিন্ত নুন আনতে পানতা ফুড়ায় পরিবারের কাছে ঢাকায় নেয়ার ভাড়া টাকাও নেই।
অপরদিকে অগুনে পোড়া যন্ত্রনায় ছটফট করে মৃত্যুর সাথে লড়াই করছে শিশু শাওন। অপনার দেয়া সামান্য সহযোগীতা হতে পারে তার চিকিৎস্য।
মানুষ মানুষের জন্য, আসুন সাধ্যমতো সবাই মিলে আরো একটি জীবন বাচিয়ে তুলতে চেষ্টা করি। সবার কাছে বিনীত অনুরোধ রইলো সাহয্য করার।