মাদারীপুরের শিবচর উপজেলা মাদবচর হাঁটে অগ্নিসংযোগ ৮ টি দোকান পুড়ে ছাই, ২ কোটি ৭ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি

মীর ইমরান মাদারীপুর নিজস্ব প্রতিবেদকঃ

 

মাদারীপুর জেলা শিবচর উপজেলার মাদবর চল ইউনিয়নের ঐতিহাসিক বন্দর  মাদবর চর হাঁটে শনিবার দিবাগত ভোররাতে আনুমানিক ৪ টা ৩০ মিনিটে মোঃ আল আমিনের চায়ের দোকান থেকে বিদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিসংযোগ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাতে মাদবর চর হাটে, মালেক মাদবরের মার্কেটের আটটি দোকান প্রতিদিনের মত রাতে বন্ধ করে সবাই বাড়ি চলে যায়।

 

ভোররাতে আনুমানিক ৪-৩০ মিনিটের দিকে হঠাৎ স্থানীয়রা আর আমিনের চা দোকানে আগুন দেখতে পায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ততক্ষণে আগুনের সূত্রপাত আরো বেরে যায়।

 

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিলেও আগুনের সূত্রপাত আরও বেড়ে যায় ততক্ষণে মালেক মাদবরের মার্কেটে আটটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। শিবচরের ফায়ার সার্ভিসের  খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

 

 

ততক্ষণে ছাই হয়ে যায় মোঃ আল আমিনের চায়ের দোকান। এতে ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও মোঃ মিজান, পিতা বাবুল শেখ  (সেলুন দোকান) ক্ষতির পরিমাণ আনুমানিক এক লক্ষ ৫০ হাজার টাকা, মোঃ রহমান, পিতা সুলতান খান (চা দোকান) ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ ৪০ হাজার টাকা, আনোয়ার হোসেন (কুড়া ভুষির দোকান)

 

ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাক্ষ টাকা, বাবুল, পিতা বাদশা মোল্লা (চা দোকান) ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লাখ ৫০ হাজার টাকা, তাজেল মাদবর, পিতা মালেক মাদবর (কুড়া ভুষির দোকান)  ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক তিন লাখ ৫০ হাজার টাকা, বাবুল মাদবর, পিতা মালেক মাদবর (মুদির দোকান) ৫ লক্ষ টাকা ও মোঃ সমুন, পিতা আলতাফ পিয়ন (ইলেক্ট্রনিক দোকান) ক্ষয় ক্তির পরিমাণ আনুমানিক ৭০ লক্ষ ৫০ হাজার টাকা।

 

ক্ষতিগ্রস্ত দোকানদারা বলে আমাদের সব শেষ হয়ে গেছে আমাদের আর কোন সয়সম্বল রইলো না  আমরা পথে বসে গেলাম ।

 

অগ্নিসংযোগ নিয়ন্ত্রণে আনতে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রশংসিত ভূমিকা পালন করে বলেও জানা যায়। এসময় ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহমান বলেন, ৯৯৯ নম্বর থেকে আমাদের কাছে কল আসে, সাথে সাথে স্থানীয়দের কল আসে মাদবর চর হাটে অগ্নিসংযোগ হয়ে ততক্ষণে শিবচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং জনগণের সহযোগিতাও ছিল প্রশংসিত। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই কোটি সাত লাখ ৫০ হাজার টাকার মত।

 

কোন দোকান থেকে কোন মালামাল রক্ষা করা যায়নি, তবে অগ্নিসংযোগে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অগ্নিসংযোগ * মাদারীপুর
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ