ক্ষেতলালে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি:

 

জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয়তাবাদী মহিলা দলের ক্ষেতলাল উপজেলা আহ্বায়ক কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১৫অক্টোবর) শনিবার ক্ষেতলাল থানা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে ক্ষেতলাল পৌরসভার স্থায়ী দলীয় কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

উক্ত কর্মী সম্মেলনে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন, ক্ষেতলাল থানা বিএনপি’র আহ্বায়ক খালেদুল মাসুদ আঞ্জুমান, ক্ষেতলাল থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক প্রভাষক আব্দুল আলিম, আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহবায়ক প্রভাষক নাফিউল হাদি মিঠু,পৌর যুগ্ম আহবায়ক খুরশিদ আলম চৌধুরী।

 

এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তারা বলেন, বর্তমান সরকার স্বৈরাচার সরকার। এ স্বৈরাচার সরকার বিএনপি’র নেতা-কর্মীদের উপর সরকার যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে শেখ হাসিনাকে আর মানুষ  চায় না। আমরা ঝাটা নিয়ে মাঠে থাকবো, তারা চরম মাত্রা ধারণ করেছে। তারপরও বিএনপি ও জাতীয়তাবাদী মহিলা দলসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের কর্মীরা পিছপা হবে না। ধৈর্য্য-সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে বিএনপি’র দেয়া সকল আন্দোলন সংগ্রামে নেতা-কর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তারা। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়া রোগমুক্তিসহ তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কর্মী সম্মেলন * জাতীয়তাবাদী মহিলা দল
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ