সরকারী তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট
ছবিঃ সংগৃহীত
ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে আগুন লেগেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গায় অবস্থিত ওই শোধনাগারে ট্যাংক ফার্ম এলাকার মিটারিং স্টেশনের পাশে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের উৎস জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সঙ্গে নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
চট্টগ্রামে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া নো বাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।