সড়ক দুর্ঘটনায় বাকেরগঞ্জের ফটো সাংবাদিক মাহাবুব শুভ’র মৃত্যু

মোঃ জাহিদুল ইসলাম ( বাকেরগঞ্জ)  বরিশালঃ

 

ফটো সাংবাদিক ও ফটো গ্রাফার মাহবুব শুভ আর আমাদের মাঝে নেই। গত কাল ১১/১১/২০২২ ইং মঙ্গলবার রাত ১১ টায়  ঢাকা থেকে শ্যামলী পরিবহনে  বরিশালের  বাকেরগঞ্জে নিজ বাসায়  ফেরার পথে মাদারীপুরের  শিবচর  নামক স্হানে  বিপরীত  দিক থেকে  আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের  ফলে  নিহত হন।

 

শুভ  সরকারি বাকেরগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহানের একমাত্র পুত্র। এবং ব্রাইডাল মেমোরির স্বত্বাধিকারী ও ফটোগ্রাফার।  তার গ্রামের বাড়ি ও পৈএিক নিবাস দুমকি উপজেলার  কার্তিক পাশায়, বাবার চাকুরির সুবাদে  বাকেরগঞ্জই বেড়ে ওঠা এবং  এক পর্যায়ে বাকেরগঞ্জেই স্থায়ী  ভাবে  থেকে  যাওয়া।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বরিশাল * সড়ক দুর্ঘটনা
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ