সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত, বাস উল্টে ১০ জন যাত্রী আহত

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ

 

নীলফামারীর সৈয়দপুরের বাইপাস মহাসড়কে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। বাসটি খাদে পড়ে আহত হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে বাইপাস সড়কের কয়া মিস্ত্রিপাড়া মনসুরের ভাটা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোকছেদুল হক (৫০)।  তিনি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মৃত হাজার আলীর ছেলে। পেশায় ব্যবসায়ী।

 

সৈয়দপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হানিফ এন্টারপ্রাইজের ঢাকাগামী (ঢাকা মেট্রো-ব-১৪৯৩৩২) বাসটি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে ছেড়ে আসে। রাত ১১ টার সময় সৈয়দপুর বাইপাস মহাসড়কের মনসুরের ইটভাটা মোড়ে পৌছলে পাশের সংযোগ রাস্তা দিয়ে একটি মোটর সাইকেল মহাসড়ক অতিক্রমকালে বাসের সামনে পড়ে যায়। ফলে  মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায় বাসটি।

 

এসময় বাস চাপায় ইলেকট্রিক চার্জার মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে টুকরো টুকরে হয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় মোটর সাইকেল চালক। আহত হয় বাসের ১০ যাত্রী। আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতালে চিকিৎসাধীন বাসের যাত্রী দিনাজপুরের বীরগঞ্জের সত্যেন রায় ও সুজন রায় জানান, বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। বাস চালক মোটর সাইকেলটিকে বাঁচানোর চেষ্টা করলেও আকস্মিক ঘটনায় নিয়ন্ত্রণ করতে পারেনি। ফলে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে আমরা অনেকেই মারাত্মক আহত হয়েছি এবং মোটর সাইকেল চালক মারা গেছে।

 

এই ঘটনার পরপরই অসংখ্য মানুষের ভিড় জমে উক্তস্থানে। তাছাড়া নিহত মোটর সাইকেল চালকের বাড়ি দুর্ঘটনাস্থলের পাশে হওয়ায় মূহুর্তেই তার আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও পরিচিতজন উপস্থিত হলে তারা উত্তেজিত হয়ে বাসটির ক্ষতি সাধনের চেষ্টা চালায়। এমতাবস্থায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রাতেই দ্রুত বাসটি উদ্ধার করে সৈয়দপুর থানায় নিয়ে আসে।

 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসের চালক বা হেলপারকে পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা করা হবে। চালককে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আহত ১০ * নিহত ১ * সৈয়দপুর নীলফামারী
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ