কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদ্রাসার নির্মাণ কাজে বাধা, প্রতিবাদে ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী
মোঃ রাকিব মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার একটি ঘর নির্মাণ কাজে বাধা দিয়েছে এলাকার কিছু অসাধু লোক। পরে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, অবিভাবক ও এলাকাবাসী মিলে নির্মাণ কাজে বাধার বিরুদ্ধে প্রতিবাদ করে পুনরায় মাদ্রাসার নির্মাণ কাজ শুরু করে।
গত রবিবার (০৯ অক্টোবর) উপজেলার নোয়াবাদ ইউনিয়নের পাড়াবালিয়া এলাকার ভূইয়া বাজার সংলগ্ন জামিয়া আশরাফিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা জানায়, মাদ্রাসার জন্য এখানে একটি ঘর নির্মান করা খুব প্রয়োজন, কিন্তু এলাকার অসাধু এই লোকেদের জন্য এখানে ঘর নির্মান করা যাচ্ছে না তারা বিভিন্ন ভাবে এখানে কাজে বাধা দেয় ও অশালীন ভাষায় বকা বাধ্য করে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আসাদুল্লাহ আশরাফী জানান, আমি গত ২০১২ সালে জায়গা কিনে এখানে মাদ্রাসা নির্মাণ করি এবং অদ্যাবধি এই মাদ্রাসার পরিচালনা করছি, আমার এই জায়গায় এতদিন গর্ত থাকায় আমি এখানে ঘর করিনি, এখন আমি মাদ্রাসার প্রয়োজনে মাটি ভরাট করে একটি ঘর নির্মাণের কাজ করতে গেলে আমাকে এলাকার কিছু অসাধু লোক সঞ্জু মিয়া, জাহাঙ্গীর, শান্ত, নিশিম, শিউলী, ডলি ও হেপি এরা আমাকে আমার মাদ্রাসার নির্মাণ কাজে বাধা দেয় কিন্তু আমি সাফ কাওলা নিয়ে এই জমি কিনেছি, আমার দলিলপত্র আছে। এখন তারা কিসের বলে বা কেন আমার জায়গায় আমার মাদ্রাসার ঘর নির্মাণ করতে দিচ্ছে না তা আমি জানিনা, আমি এ ব্যপারে প্রশাসনের কাছে বিচার চাই।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এর আগেও এখানে মাদ্রাসার জন্য ঘর নির্মাণ করতে গেলে এই অসাধু লোকেরা ঘর নির্মাণে বাধা দেয়, পরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বরনাপন্ন হলে এবং সকলের উপস্থিতিতে একটি সালীশি দরবার অনুষ্ঠিত হয় এবং উক্ত মাদ্রাসার ভূমিতে ভবিষ্যতে আর কোন বাধা-বিপত্তি বিশৃঙ্খলা ঘটাবেনা বলে সিদ্ধান্তে পৌঁছান, কিন্তু আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। এখন মাদ্রাসার ছাত্র শিক্ষক অবিভাবক ও এলাকাবাসীসহ সবাই এ ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে বিচারের দাবি জানান তারা।