রাইখালী কারিগড় পাড়া হতে বিলাইছড়ি উপজেলা কালর্ভাটসহ সদর সড়ক নির্মাণে শুভ উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি
চাইথোয়াইমং মারমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলায় রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া হতে বিলাইছড়ি উপজেলা কালভার্টসহ সদর সড়ক নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে।
৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান মফিজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী রাইখালী ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউসুপ রাইখালী ইউনিয়নের সভাপতি মংনু মারমা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আদোমং মারমাসহ সমাজ সেবক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশাজীবি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে পাহাড়ের বিভিন্ন প্রান্তের প্রান্তিক অঞ্চলে পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন সাধন হয়েছে। আজকে রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া সড়ক হতে বিলাইছড়ি উপজেলা পাহাড়ি জনপথ কালর্ভাটসহ সদর সড়ক নির্মাণ করা হবে।
এসড়ক ও কালর্ভাট বাস্তবায়নের রাঙ্গামাটি স্থানীয় সরকার প্রকৌশলীর (এলজিইডি) তক্তাবধানে শেষ করা হবে বলে জানা যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় পাহাড়ি পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীকে মনে প্রাণে ভালোবাসেন। এই সড়ক নির্মাণ বাস্তবায়ন হলে রাইখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সহ বিলাইছড়ি উপজেলা স্থানীয় বাসিন্দারা সহজে এ সড়ক পথে বিভিন্ন পাহাড়ের উৎপাদন ফসল বাজারে এনে বিক্রি করতে পারবে এবং জনজীবন সহজ হবে। যারা দুর্গম পাহাড়ের জনগোষ্ঠীর বসবাস করছে এরা বাজারে এসে ন্যায্য দাম কাঁচা পণ্য বিক্রি করতে পারবে।এসড়ক দিয়ে সহজে প্রতিনিয়ত বিলাইছড়ি উপজেলা দুর্গম সীমান্ত এলাকায় সড়ক পথে যথাযথভাবে যোগাযোগ স্থাপন হবে।
আরো উল্লেখ্য, বর্তমানের পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস/ জেএলপি সংগঠন চাঁদা বাজি গুম খুন অপহরণ, গুম, হত্যাসহ নানা বিষয় তুলে ধরে সকলকে সচেতন হবার আহ্বান জানান।