কুবি সায়েন্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

 

 

হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবি প্রতিনিধিঃ

আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, রোবটিক্স ওয়ার্কশপ, সায়েন্স অলিম্পিয়াড, নবীনবরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লা ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু  হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আসাদুজ্জামান, সায়েন্স  ক্লাবের মডারেটর গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক, ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন শাওন, সাধারণ সম্পাদক এমডি নুরুল মোস্তফাসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

পরে সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে রোবটিক্সের উপর হাতে কলমে কর্মশালা উনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান। এসময় রোবটিক্স প্রদর্শন করেন পদার্থ বিজ্ঞান বিভাগ ১০ম ব্যাচের শিক্ষার্থী সঞ্জিত মন্ডল।  এসময় বক্তারা রোবটিক্সের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন এবং হাতে কলমে রোবটিক্সের মৌলিক বিষয়গুলো দেখান।

পরে দুপুর আড়াইটায় সংগঠনটির নতুন সদস্যদের নবীন বরণ ও আগের কমিটির প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়েরে ট্রেজারার অধ্যাপক ড. মো আসাদুজ্জামান বলেন, আজকের রোবটটিক্স কর্মশালায় আপনারা খোঁজে পাবেন রসায়ন, পদার্থ, গণিতসহ সকল বিষয়ের সমন্বিত জ্ঞানের ব্যবহার । আমাদের সমাজ, বিশ্ববিদ্যালয়সহ পরিবেশে রয়েছে নানান ধরনের সমস্যা, এর জন্য গুনগত মান পরিবর্তনের জন্য আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তবে এটি এককভাবে নয়, এজন্য শিক্ষার্থীদের ব্যতিক্রম চিন্তাভাবনা থেকে এগিয়ে আসতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আমাদের পদচারণার মধ্যে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের মধ্যদিয়ে ভবিষ্যৎ প্রজন্মকেও একটি নিরাপদ স্থানে পৌঁছাতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে। তাছাড়া  আমাদের প্রতিটি পদে পদে রয়েছে বিজ্ঞানের অপরিসীম প্রয়োজনীয়তা, তাই আমাদের বিজ্ঞানকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কুবি সায়েন্স ক্লাবে * প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ