নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন
হাবিব আহমেদ, রাজশাহী প্রতিনিধিঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের পক্ষে কর্মসূচি পালন করা হয়েছে। রাজশাহী মহানগর ও জেলা আওয়ামীলীগের উদ্যোগেও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে বুধবার সকাল দশটায় নগর ভবনে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরআগে বেলুন ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাসিকে গিয়ে শেষ হয়।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এছাড়াও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও দলীয় নেতাকর্মীরা। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। দিনটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেক কাটা হয়েছে। এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রতিটি ধর্মীয় উপসনালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হবে।