পবিপ্রবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালিত
আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধিঃ
উন্নত-সমৃদ্ধি বাংলাদেশ গড়ার রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) বঙ্গবন্ধু তনয়া ও আওয়ামীলীগ সভানেত্রীর জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আনুমানিক বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সম্মুখে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
কেক কাটার পর পবিপ্রবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের কৃষি অনুষদ ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা চত্বরে এসে শেষ হয়। এসময় নানা স্লোগানে ক্যাম্পাসকে মুখরিত করে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।