“রক্ত দিলে হয়না ক্ষতি, জাগ্রত হউক সেই অনুভূতি”- শ্লোগানে কালীগঞ্জে আলোর পথ ব্লাড ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী

 

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি:

 

“রক্ত দিলে হয়না ক্ষতি, জাগ্রত হউক সেই অনুভূতি” ¯শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করেছে আলোর পথ ব্লাড ফাউন্ডেশন।

 

বুধবার সকালে স্থানীয় চুপাইর উচ্চ বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী উদ্বোধন করেন অত্র  বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সারফদ্দিন আহম্মেদ। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সকাল দশটায় শুরু হয়ে চলে বিকেল তিনটা পর্যন্ত।

 

এসময় চুপাইর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সংগঠনের  সেচ্ছসেবী তরুনরা  উপস্থিত ছিলেন। একঝাঁক তরুণের সহায়তায় সমগ্র বাংলাদেশের অসহায় মানুষদের রক্তদানে করছে সংগঠনটি।

 

২০১৯ সালের ১০ অক্টোবর যাত্রা শুরু করে এপর্যন্ত দুইবার রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন, সামাজিক কাজে বা অসহায় মানুষের জন্য সহায়তা ( শুধু কালীগঞ্জ) ২০১৯ সালে ১৬ জনকে, ২০২০ সালে ৯৭৬ জনকে, ২০২১ সালে ১৮৩২ জনকে, ২০২২ সালে ১৫৫৪ জনকে রক্তদানে সহায়তা প্রদান করেছে সংগঠনটি। এ সংগঠনে ২৩২ জন সদস্য সরাসরি কাজ করে। যার মধ্যে মানব কল্যানে নিয়মিত চাঁদা প্রদান কওে ৫৩ জনসদস্য।

 

এসময় আলোর পথ ব্লাড ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা পরিচালক মুজাহিদ ইসলাম তরুনদেও প্রতি আহ্বান করে বলেন, আপনারা যদি নিঃস্বার্থভাবে কাজ করতে চান তাহলে স্বেচ্ছায় রক্তদান করুন, রক্তের অভাবে যেনো কোনো মানুষ মারা না যায়। পাশাপাশি কোনো মানুষ যেনো অনাহওে না থাকে  টাকার অভাবে যেনো কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে না যায় আসুন সে লক্ষে কাজ করি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গাজীপুরের কালীগঞ্জ * বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ