জনগণ সুনির্দিষ্ট তথ্য চাইলে তাকে সঠিক তথ্যটিই দিতে হবেঃ অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ পালিত হয়। এই উপলক্ষে ময়মনসিংহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তথ্য অধিকার দিবস উপলক্ষে সকালে নগরীর টাউনহল প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন । ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনি নন্দী, ময়মনসিংহের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. ফাইরুজ তাশনিম, ময়মনসিংহ জেলার তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলাম, টিআইবির সহ সভাপতি মো. হাবিবুর রহমান প্রমূখ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণকে সচেতন হতে হবে এবং জনগণকে সুনির্দিষ্ট তথ্যটি চাইতে হবে, জনগণ চাইলে তাকে সঠিক তথ্য দিতে হবে । আমরা চাই সর্বসাধারন মানুষ আমাদের কাছে আসুক আমরা তথ্য দিতে প্রস্তুত।
তিনি আরো বলেন, প্রতিযোগিতার নাম জীবন নয় সহযোগিতার নামই জীবন, এজন্য আমাদের উচিত জনগণকে তার চাহিদা মোতাবেক সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা.