ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, আহত ৬

 

 

নিজস্ব প্রতিবেধকঃ

ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকায় এই ঘটনা ঘটে। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির নেতাকর্মীরা উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করতে আসে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ নীলক্ষেত এলাকায় তাদের বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

হামলায় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
আর উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান সংঘর্ষের পরপরই গণমাধ্যমকে জানান, সংঘর্ষের বিস্তারিত খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস দাবি করেছেন, এই হামালার সাথে তাদের কোন নেতাকর্মীরা জড়িত নয়।
এর আগে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সংকট নিরসনের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মধ্যে একই সময়ে কর্মসূচি ঘোষণা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছিল। এর মধ্যেই বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসান উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপরেই সাড়ে ৪টার দিকে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে আসার সময় ছাত্রদলের নেতাকমীদেরে সঙ্গে সংঘর্ষ বাধে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ছাত্রলীগ-ছাত্রদল * ঢাকা বিশ্ববিদ্যালয়
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ