ডিসেম্বরে আ.লীগের জাতীয় সম্মেলন, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা
নিজস্ব প্রতিবেধকঃ
ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে ধোঁয়াশা কাটছে না। বর্তমান সাধারণ সম্পাদকই থাকছেন, নাকি দেখা যাবে নতুন মুখ-তা নিয়ে স্পষ্ট ধারনা নেই কেন্দ্রীয় নেতাদের। আশা-নিরাশার দোলাচল থাকলেও তারা বলছেন, পদায়নে নেতাকর্মীদের আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে।
আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনেও সভাপতি থাকছেন শেখ হাসিনাই, এ বিশ্বাস দলের সব পর্যায়ের নেতাকর্মীর।
প্রায় সব সম্মেলনেই ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির নানা পর্যায়ে দেখা যায় নতুন মুখ। তবে মূল আলোচনাতেই থাকে সাধারণ সম্পাদক পদটি। এবারও এর ব্যতিক্রম নয়।
বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দায়িত্বে আছেন দ্বিতীয় মেয়াদে। সে কারণেই প্রত্যাশায় থাকা নেতারা আশা করছেন পরিবর্তন। তবে এ প্রশ্নে প্রকাশ্যে কথা বলছেন না কেউ।
নতুন সাধারণ সম্পাদক হিসেবে যে নামগুলো সামনে আসছে, এর মধ্যে আছেন সভাপতিমণ্ডলীর তিন সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। আলোচনায় আছেন চার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ও ড. হাছান মাহমুদের নামও।
তবে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে কি-না তা নিয়ে ধারনা নেই তাদের। প্রত্যাশা বা প্রতিযোগিতাও কেউ মুখ খুলছেন না।
কোন ধারনা দিতে পারছেন না আলোচনা আসা অন্য নেতারাও। এদিকে নেতাকর্মীদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। নির্ধারিত সময়েই হবে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন।