সারিয়াকান্দি বাঙ্গালী নদীতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে বাঙ্গালী নদীর পানিতে ডুবে খাদিজা আক্তার(৭)নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। খাদিজা নারচী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে। সে সারিয়াকান্দি ট্যালেন্ট আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী।
জানা গেছে, খাদিজা আক্তারের পিতা উপজেলা সদরের হিন্দুকান্দি গ্রামে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। সোমবার দুপুরে হিন্দুকান্দির নিকট বাঙ্গালী নদীতে খাদিজা আক্তার গোসল করতে নেমে গভীর পানিতে ডুবে মারা যায়। বিকেল ৩টার দিকে খাদিজা আক্তারের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।