চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী দড়ির খাট মাইচা ও নকশি কাঁথা উন্নত বিশ্বের পৌঁছে গেছে, চাহিদাও বাড়ছে প্রতিদিন

 

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার nokshi online এর পণ্য বাংলাদেশী প্রবাসীদের মধ্যেমে ইতোমধ্যে আমেরিকা কানাডা সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে পৌঁছে গেছে ।

 

জানা গেছে,চাঁপাইনবাবগঞ্জের  ঐতিহ্যবাহী বসার জন্য দড়ির তৈরি আরামদায় মাইচা এবং শোয়ার  জন্য কাঠ ও দড়ির সমন্বয়ে  তৈরি দড়ির খাটসহ বিভিন্ন ধরনের নকশি কাঁথা কালের বিবর্তনে প্রায় বিলুপ্তি হতে চলেছে। এ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং বাংলাদেশের সব জেলা সহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে  ওম্যান এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর সহযোগী প্রতিষ্ঠান (Nokshi Oneline ) মাধ্যমে এ উদ্যোগ নিয়েছেন।

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার দেবীনগর এর মোঃ জসিম আকরাম লেখাপড়ার পাঠ চুকিয়ে চাকুরীর কাছে না ছুটে ২০১৮ সালে পঞ্চাশ হাজার টাকা নিয়ে স্বল্প পরিসরে  Nokshi online নামে একটি অনলাইন পাণ‌্যর কারখানা চালু করেন। এ কাজকে তিনি মূল পেশা হিসেবে নিয়েছেন ইতোমধ্যে অনলাইনে দেশে ও বিদেশী প্রচুর সাড়া পাওয়া গেছে। তার কারখানায় আরামদায়ক দড়ির খাট যা সহজে পরিবহনযোগ্য, বসার জন্য আরামদায়ক মাইচা, নকশি কাঁথা, কিস কার্পেট, সজনী সেনঘাট ভরাট ডাল সেলাই কাঁথা সহ বিভিন্ন নামের বিভিন্ন ধরনের বাহারি পণ্য তৈরি করছে।

 

জসিমের সহযোদ্ধা স্ত্রী এবং তার সাথে এসব পণ্য তৈরিতে স্থানীয় আরও ২০জন  মহিলা কর্মী কাজ করছেন। এসব পণ্য ইতিমধ্যে প্রবাসী বাংলাদেশীদের মাধ্যমে আমেরিকা, সিঙ্গাপুর, কানাডা ও অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে। Nokshi Online এর পরিচিতি ও চাহিদা দেশ ও বিদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 

Nokshi Online এর মালিক মোঃ জসিম উদ্দিন জনান, তিনি তার  নকশী অনলাইন এর পরিধি আরো বাড়াতে চান। এই ক্ষুদ্র পরিসর থেকে বেরিয়ে তিনি তার প্রতিষ্ঠানকে মাঝারি শিল্প কারখানায় রূপ দিতে চান। এইজন্য অর্থের প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে আর্থিক অনটনের কারণে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। সরকারি ব্যাংক অথবা অন্য কোন সংস্থা তাকে সহজ সর্তে ঋণ প্রদান করলে তিনি Nokshi online থেকে নিত্য নতুন বিভিন্ন আইটেম তৈরি করতে পারবেন এবং চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যকে সারাদেশ সহ বিশ্বের সকল দেশে তুলে ধরতে পারবেন বলে তিনি জানান।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * Nokshi online * ক্ষুদ্র ও কুটির শিল্প * চাঁপাইনবাবগঞ্জ * দড়ির তৈরি আরামদায় মাইচা
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ