সারিয়াকান্দিতে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দকে সংবর্ধনা ও বিক্ষোভ সমাবেশ
সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপি নব-নির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কাজলা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি সদস্য এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি এ্যাডঃ নূর-এ-আজম (বাবু), সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, মহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুল, বিএনপি নেতা আমিরুল মোমিন পিন্টু, সাখাওয়াত হোসেন ডাবলু, লুৎফর রহমান, রকিবুল ইসলাম সেলিম, ছাত্রনেতা তরিকুল ইসলাম রাঙ্গা, রাব্বি হাসান প্রমুখ।