সারিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে সিয়াম নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবারের অনুষ্ঠিত পরীক্ষা ভালো দিতে না পারায় আত্মহত্যার মূল কারণ বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা আরো জানান, ওই দিন ছিলো পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা। পরীক্ষায় এমসিকিউ ভালো দিতে পারেনি। সেই কথা বাড়িতে জানাজানি হলে বাবা-মা তাকে গালিগালাজ করে। এই অভিমানে সে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে সারিয়াকান্দি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্র এবং পৌর এলাকার বালুয়াহাটা ধাপ গ্রামের গোল্ডেন মিয়ার ছেলে।