গাজীপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত 

 

 

টিটু সরকার, গাজীপুরঃ

 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামিলীগের উদ্যোগে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার বিকালে সাটিয়াবাড়ী লালমাটিয়া মাঠে ৭নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মজনুল হক মোল্ল্যার সভাপতিত্বে ও রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জজ মিয়া শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাবর, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম লোকমান, ৮নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন, আওয়ামিলীগ নেতা আজমত আলী, আমজাদ হোসেন, রাজেন্দ্রপুর গ্রাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজমোহন সরকার, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হানজালা রাজিব, আওয়ামী যুবলীগ নেতা নাছির বাগমার, রাজাবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহআলম সরকার প্রমুখসহ আওয়ামিলীগ ও এর সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ, এলাকার সুশীল সমাজ, স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।

অনুষ্ঠানে বক্তারা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে এগিয়ে এসে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে আহ্বান জানান। এলাকার যারা মাদকসেবি ও মাদকদ্রব্য বিক্রেতা তাদের নামের তালিকা করে প্রশাসনের কাছে জমা দিতে অনুরোধ জানান এবং মাদকের কুফল নিয়ে আলোচনা করেন। গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজের নির্বাচনী ইস্তাহার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত আধুনিক, মানবিক উপশহর গঠনের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গাজীপুর * সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ