নিজ জেলা সাতক্ষীরায় অধিনায়ক সাবিনাকে সংবর্ধনা
শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরাঃ
সাফ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা খাতুনের মাকে ফুল ও উপহার সমাগ্রী দিয়ে করে সম্মানিত করা হয়। পরিবারের সদস্য ও স্থানীয় কোচ প্রয়াত আকবার আলীর স্ত্রী উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার সাফ জয়ের পর নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তার নিজ জেলা সাতক্ষীরায় এসেছেন। ওই দিন বেলা এগারটায় সার্কিট হাউজ মোড় থেকে উষ্ণ সংবর্ধনা দেয় বিভিন্ন সংগঠন। সংবর্ধনা পেয়ে খুশি এই কৃতি ফুটবলার জেলা প্রশাসনের কাছে মেয়েদের খেলার উপযোগী একটি মাঠ চেয়েছেন। সাবিনা খাতুনকে সংবর্ধনা দেওয়ায় জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়াসংশ্লিষ্ট সবাই।
সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। এছাড়া সাবিনার বাড়ির রাস্তা সংস্কার, তার বাড়ি তৈরীর জন্য জমি, বোন শিরিনার চাকুরীর ব্যবস্থাসহ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাবিনা খাতুনকে ১লাখ টাকা অনুদান দিয়েছে জেলাপ্রশাসন।
এ ছাড়া সংবর্ধনায় উপস্থিত সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাবিনা খাতুনকে ৩ লাখ টাকা প্রদান করবেন বলে জানান।