রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশে ইউক্রেনের ৪ অঞ্চলে শুরু হচ্ছে গণভোট
ছবিঃ সংগৃহীত
ডেস্ক রিপোর্টঃ
রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের ৪ টি প্রদেশ দোনেৎস্ক, লুহানেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনে একসঙ্গে গণভোট আয়োজন করার ঘোষণা দিয়েছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
বেশ কয়েক মাস ধরে এ গণভোট নিয়ে আলোচনা করছে রুশপন্থী ইউক্রেনীয় কর্মকর্তারা।
তবে ইউক্রেন এই গণভোট প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, এই ভোটের ফলকে কখনই তারা স্বীকৃতি দেবে না।
পশ্চিমারা এই গণভোট কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি যুদ্ধের ভয়াবহতা আরও বাড়িয়ে দিবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। সাত মাস ধরে চলছে এই যুদ্ধ।