স্কুলের টিয়ার উত্তোলন করে আত্নসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ভূয়া কমিটি দেখিয়ে কেজি স্কুলের নামে টিয়ার প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসা করেছে। এমন অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতি ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা মডেল কিন্ডার গার্টেন স্কুলে।
গ্রামীন অবকাঠামো রক্ষনা-বেক্ষন২০২১-২২ অর্থ বছরে কর্মসূচী টিআর প্রকল্পের আওতায় জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা মডেল কিন্ডার গার্টেন স্কুলের দরজা-জানালা সংস্কার প্রকল্পের নামে ১ লাখ টাকা বরাদ্দ দেন বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু। আবর তিনি নিজেই ভুয়া প্রকল্প কমিটি দেখিয়ে বরাদ্দের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেছে এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
চেয়ারম্যান এ বিষয়ে সাংবাদিকদের কোন তথ্য দিতে না রাজ। তিনি বলেন “সাংবাদিকদের কি কোন কাজ নেই, কে কি করে, আপনারা কি শুধু এসব দেখে বেড়ান ?
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দীলিপ রাজ বংশী জানান, ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু তার স্কুলের সভাপতি। তিনি স্কুলের নামে ১ লাখ টাকা বরাদ্দ দেন। কয়েক মাস আগে কিছু কাগজ পত্রে এবং একটি ব্যাংকের চেকে সই নেন চেয়ারম্যান। এছাড়া আর কিছু জানেন না তিনি। প্রধান শিক্ষক আরো জানান, এখনন পর্যন্ত তিনি কোন টাকা পাননি বা তার স্কুলে কোন সংস্কার কাজ হয়নি। একটি নির্ভর যোগ্য সুত্র জানায়, ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু ঐ স্কুলের নামে বরাদ্দ দিয়ে ভুয়া প্রকল্প কমিটি দাখিল করে প্রকল্পের টাকা উত্তোলন করে আত্নসাত করেছেন।
বে-সরকারি কেজি স্কুলে সরকারি বরাদ্দ দেওয়া প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন কেজি স্কুলে সরকারি বরাদ্দ দেওয়া সম্পুন্ন বে আইনী। তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হলেও বরাদ্দের সব অর্থ এখনো ছাড় দেওয়া হয়নি। ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে মাত্র । কাজের অগ্রগতি দেখে বাকি টাকা ছাড় দেওয়া হবে। কাজ না হওয়া প্রসঙ্গে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, এ বিষয়ে প্রকল্প সভাপতিকে ইতো মধ্যে চিঠি দেওয়া হয়েছে। কোন উত্তর পাওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।