সপ্তাহে ১ দিন করে অনলাইন ক্লাসে যাচ্ছে পবিপ্রবি 

 

 

 

আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বিশ্বব্যাপী জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ জ্বালানী সাশ্রয়ের লক্ষ্যে প্রতি সপ্তাহে ১দিন করে অনলাইন ক্লাসের নির্দেশনা জারি করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৮তম একাডেমিক কাউন্সিলের সভায় বিবিধ-১ নং সিদ্ধান্ত  মোতাবেক এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা হতে স্মারক নং- ৩৭.০০.০০০০.০৬১.১৮.০৫৩.১৭-৯৩, তারিখ: ২১-৭-২২ খ্রি মর্মে প্রাপ্ত মোতাবেক এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত ২০ সেপ্টেম্বর(বুধবার) এক জরুরি নোটিশে জানানো হয় রবিবার(মাসের প্রথম সপ্তাহ), সোমবার (মাসের দ্বিতীয় সপ্তাহ), মঙ্গলবার (মাসের তৃতীয় সপ্তাহ) এবং বৃহস্পতিবার (মাসের চতুর্থ সপ্তাহ) সকল অনুষদের ক্লাসসমূহ সপ্তাহের এই দিনগুলোতে অনলাইনে চলমান থাকবে। তবে অনলাইন ক্লাসের দিনগুলোতে সকল অফিসসমূহ বন্ধ থাকবে। বাকি দিনগুলোতে অফিস কার্যক্রম সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এছাড়া জরুরি পরিষেবাসমূহ এ নিয়মের আওতামুক্ত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অনলাইন ক্লাস * পবিপ্রবি