সারিয়াকান্দিতে থানার ওসি’র বিদায় ও নবাগত ওসি’র বরণ সংবর্ধনা
পলাশ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতি
বগুড়ার সারিয়াকান্দি থানার আয়োজনে মঙ্গলবার সকালে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের বদলি জনিত কারণে বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবর্তীর আগমন উপলক্ষে থানা চত্বরে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি)রাজেশ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, বিদায়ী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, পৌর মেয়র মতিউর রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা, থানার ইন্সপেক্টর (তদস্ত)খায়রুল ইসলাম প্রমুখ। এছাড়াও থানার পুলিশ সদস্য,সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।