দেশে করোনায় একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪
রুশনান মুর্তজা লুবা, স্টাফ রিপোোর্টারঃ
গত এক দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮২৫টি । ২০ সেপ্টেম্বর, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনের। এ ছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন আরও ২৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৪৫ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপক বিস্তার লাভ করলে গত বছরের জুলাইয়ের শেষের দিকে দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়।
করোনার অতি সংক্রামক নতুন ধরন ওমিক্রন গত বছরের ডিসেম্বরের শেষে বিশ্বে ছড়াতে শুরু করে দেশে তখন রোগী শনাক্তের হার বাড়ার সাথে সাথে মৃত্যুও বাড়তে থাকে।
এ বছরের ফেব্রুয়ারি থেকে আবার কমতে শুরু করে করোনা রোগীর সংখ্যা। গত জুন মাসে করোনার সংক্রমণ আবার বাড়লেও পরে ধীরে ধীরে তা কমে এসেছে।