বিনা’র গবেষকদের আরও গবেষণা করার তাগিদ দিলেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম 


রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি:-
মঙ্গলবার ২০ সেপ্টেম্বর সকাল ৯ টায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার এম এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়ামে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনাএর গবেষনা কার্যক্রম শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত মত-বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ।  মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেল, আমরা যে খাবার খাই আজ তার বেশি অংশেই ভুট্টা  রয়েছে  । অথচ এই ভুট্টা যখন আমরা চাষের জন্য কৃষকদের মাঝে  দিতে চাইলাম তখন কৃষকেরা এটা নিতে চায়নি ।  আজ দেশে অনেক ভূট্টা চাষ হচ্ছে । আজ বিনায় যারা গবেষণা কাজে জড়িত তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আরো বেশি করে গবেষণা করুন । গবেষণা করে নতুন নতুন জাত উদ্ভাবন করুন ।  তিনি তার বক্তব্যে আরো বলেন, আমাদের প্রচেষ্টায় আজ মানুষ মোবাইলের মাধ্যমে ঘরে বসে প্রায় সকল সেবাই পাচ্ছে । আমরা এখন চেষ্টায় আছি জমির রেজিস্ট্রেশন এবং সকল রেকর্ড কারেকশন করতে, যার ফলে ১জমি আর কেউ ২বার বিক্রি করতে পারবে না ।
প্রধান অতিথি এছাড়াও বিনাএর গবেষনা কার্যক্রম শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: ইয়ামিন চৌধুরী ও কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম, ভিসি মোহাম্মদ প্রফেসর রফিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুল রেজা বিশ্বাস,ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, ময়মনসিংহের জেলা প্রশাসক মো: এনামুল হক, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম ভুইয়া, এ টু আই এর সিনিয়র এন্টার ভিজিট ভাইজার কামরুন্নাহার ।
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম  অনুষ্ঠানের শুরুতেই বিনার গবেষণা সাফল্য, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন  ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গবেষক * বিনা * সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ