প্রধানমন্ত্রী গণমাধ্যমের সাহসীকতা ও সত্য প্রচারে বিশ্বাস করেন-পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের সরকার প্রধান মাননীয় শেখ হাসিনা, গণমাধ্যমের প্রতি খুবই সম্মানশীল তিনি গণমাধ্যমের সাহসীকতা ও সত্য প্রচারে বিশ্বাস করেন। আমি আশা করি সবাই নির্বাচনে অংশগ্রহন করবেন নির্বাচন চর্চার বিষয়ে বিবাধের বিষয়ে নয়। লাগালাগি, দোষারোপ, বিবাধ এগুলো নির্বাচনের বিষয় নয়।
আজ (১৭ সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২টায় জেলা শিল্প একাডেমী মিলনায়তনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, রিপোর্টার্স ইউনিটির সদস্য একুশে টেলিভিশন ও দৈনিক দেশ বাংলার জেলা প্রতিনিধি মো: আব্দুস সালাম প্রমুখ।