সারা দেশে বিএনপির বিক্ষোভের ডাক

 

 

নিজস্ব প্রতিবেধকঃ

মিরপুরে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার সকালে গুলশানে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা নিয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল ঢাকায় সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে সারা দেশেই যে ঘটনাগুলো হয়েছে, সেগুলোর প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরসহ সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ, বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে নয়াপল্টনে পার্টি অফিসের সামনে ৩টায় উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতা ধরে রাখতে পুলিশকে ব্যবহার করে বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে সরকার। হামলা, মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানি দিয়ে সরকার সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বিক্ষোভের ডাক * সারা দেশে বিএনপি
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ