উজবেকিস্তানে বৈঠকে বসছেন পুতিন-শি জিনপিং

 

আন্তর্জাতিক ডেস্কঃ

উজবেকিস্তানে আজ বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে গুরুত্ব পাবে ইউক্রেন যুদ্ধ, তাইওয়ানসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা প্রসঙ্গ বলে জানিয়েছে ক্রেমলিন।

ইউক্রেন যুদ্ধে ক্রমেই পিছিয়ে পড়ছে রুশ বাহিনী। এক এক করে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এরই মধ্যে ৮ হাজার বর্গকিলোমিটার এলাকা রাশিয়ার কাছ থেকে পুনর্দখলের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনে পরাজয় নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট পুতিন।

ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বে সাথে সম্পর্কের বেশ অবনতি হয়েছে রাশিয়ার। এমন অবস্থায় রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছে চীন। রাশিয়ার জ্বালানি আর অন্যান্য পণ্য কিনে রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক বাড়িয়েছে দেশটি। এদিকে এরই মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য আগের তুলনায় অনেক বেড়েছে। এ বছর প্রথম ৮ মাসে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বেড়েছে ৩১ শতাংশ।

অন্যদিকে তাইওয়ান ইস্যুতে পশ্চিমের সঙ্গে চীনের উত্তেজনা দেখা দিলে চীনকে সমর্থন জানায় রাশিয়া।

এমন পরিস্থিতিতে উজবেকিস্তানে বৈঠক করতে যাচ্ছেন চীন ও রাশিয়ার দুই প্রেসিডেন্ট। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের বাইরে বৈঠক করবেন তারা। সেখানে দুই নেতা পশ্চিমের বিরুদ্ধে একজোট হওয়ার সংকেত দিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ক্রেমলিন জানিয়েছে, এই বৈঠকে গুরুত্ব পাবে ইউক্রেন যুদ্ধ ও অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়। পশ্চিমা বিশ্বের কাছে এই বৈঠক একটি ‘বিকল্প’ তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। নিজেদের দেশে রাজনৈতিক সংকট এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়িয়ে, বিশ্বব্যবস্থায় কীভাবে অবস্থান সুদৃঢ় করা যায়, তাও গুরুত্ব পাবে পুতিন – জিনপিংয়ের বৈঠকে।

ভারত, পাকিস্তান, তুরস্ক এবং ইরানসহ অন্যান্য দেশের নেতাদের সঙ্গেও দেখা করবেন রুশ প্রেসিডেন্ট। তবে চীনের নেতার সঙ্গে তার বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক মুখপাত্র।

পূর্ব এশিয়াকে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে দূরে রাখতে এসসিওকে গুরুত্বপূর্ণ জোট মনে করে বেইজিং ও মস্কো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উজবেকিস্তান * পুতিন-শি জিনপিং
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ