জীবননগর পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেপ্তার 

 

জীবননগর অফিসঃ

চুয়াডাঙ্গার জীবননগরে পরোয়ানার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, নারায়ণ পুর(পুকুর পাড়া) রবিউল ইসলামের ছেলে মোঃ মানিক মিয়া ওরফে সুমন, আন্দুলবাড়িয়ার নতুন হার্দা পাড়ার আশরাফুল হকের স্ত্রী মোঃ জোসনা খাতুন (৪০), হাবিবপুর ঈদগা পাড়ার বিশারত আলীর ছেলে মোঃ আঃ কাদের(৪২) এবং নিয়মিত মামলার আসামি কাটাপোল উত্তর পাড়ার করিমের ছেলে মোঃ আকাশ(২৩)।

 

বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আসামী গ্রেপ্তার * জীবননগর * পরোয়ানা ভুক্ত
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ