জীবননগরে তিন মাদক ব্যবসায়ী আটক, এক জনকে তিন মাসের কারাদন্ড প্রদান
জীবননগর অফিসঃ
চুয়াডাঙ্গা জীবননগরে ১০গ্রাম গাজা ও ২২৪পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিত্বে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক ভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২৪পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, জীবননগর পৌর সভার লক্ষীপুর গ্রামের সামসুল আলমকে ১৬৩পিচ ইয়াবা ও শাপলাকলি পাড়ার রিফাতকে ৬০পিচ ইয়াবাসহ আটক করে ।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।অপর দিকে একই দিনে প্রকাশ্য গাজা সেবনের দায়ে পিয়ারাতলা গ্রামের জবেদ আলীর ছেলে সুরুজজামালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।