কালিয়াকৈরে ২৮৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারী আটক

 

মোক্তার হোসেন

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে ২৮৫ বোতল ফেন্সিডিল এবং কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ (বাস ষ্ট্যান্ড) এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ মেজর এ এস এম মাঈদুল ইসলাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো লিটন মিয়া (৩২) লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার উত্তর সিংহীপাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে এবং মতিয়ার মন্ডল (৪৫) বগুড়া জেলার গাবতলী উপজেলার লাংলু (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল কুদ্দুছ মন্ডলের ছেলে। এময় তাদের কাছ থেকে ফেনন্সিডিল বহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-৪৭২৯) জব্দ করা হয়।

ব্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জি এম মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদে জনাতে পারি লালমনিরহাট থেকে কাভার্ড ভ্যানযোগে ফেন্সিডিলের একটি বড় চালান গাজীপুরের দিকে আসছে। র‌্যাব সদস্যরা কালিয়াকৈরের চান্দরা পল্লী বিদ্যুৎ (বাস ষ্ট্যান্ড) এলাকার নিউ আল মদিনা অটো হাউজের সামনের নিচে সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এসময় সন্দেহ হলে কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী চালিয়ে ২৮৫ বোতল ফেন্সিডিল এবং দুই মাদক কারবারীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবত ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ফেন্সিডিল এনে ঢাকা ও গাজীপুর এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে। তারা ফেন্সিডিলের চালান লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মিলনবাজার থেকে কাভার্ডভ্যানে করে গাজীপুরে নিয়ে অসিছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আটক * কারবারী * মাদক
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ