নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা
খেলার ডেস্কঃ
এশিয়া কাপে সুপার ফোরে নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে শ্রীলঙ্কা। ফাইনালে আগেই জায়গা করে নেওয়ায় দুই দলের জন্য আজকের ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। ম্যাচ শুরু হবে রাত ৮টায়।
এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সবচেয়ে জমজমাট লড়াই উপহার দিয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। যদিও দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করে, দল দুইটির চার ম্যাচের মধ্যে তিনটিরই ফলাফল নির্ধারিত হয়েছে শেষ ওভারে এসে।
প্রথম ম্যাচে পাকিস্তান চির প্রতিদ্বন্দী ভারতের কাছে হারে। আর শ্রীলঙ্কা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে।
পাকিস্তান টুর্নামেন্টে সহজ ম্যাচ খেলে হংকংয়ের বিপক্ষে। এ ছাড়া ভারতের বিপক্ষে দুইবার এবং আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে ইনিংসের শেষ ওভারে এসে জয়-পরাজয় দেখে দলটি। অপরদিকে শ্রীলঙ্কা বাংলাদেশ, আফগানিস্তান এবং ভারত তিন দলের বিপক্ষেই শেষ ওভারে এসে জয় পেয়ে ফাইনালে ওঠে।
সুপার ফোরে আফগানিস্তান ও ভারতকে বিদায় করে আগেই ফাইনাল নিশ্চিত করেছে এই দুই দল। এই ম্যাচ তাই রোববারের শিরোপা লড়াইয়ের আগে নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ।
রান খরায় ভুগতে থাকা বাবর আজমও কাজে লাগাতে পারেন এই সুযোগ। সাথে রিজওয়ানের ফর্ম মেন ইন গ্রিনদের ভরসার জায়গা।
তবে টানা দুই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে শ্রীলঙ্কার। পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে পারেন কুশাল, চ্যারিথ ও ভানুকা। বোলিংয়ে স্পটলাইটে থাকবে থিকশানা ও মাধুশাঙ্কা।