রাশিয়ার কাছ থেকে কয়েকটি অঞ্চল পুনর্দখলের দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল পুনর্দখলের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে এক ভিডিও বার্তায় এই তথ্য দেন তিনি।
তবে কোন কোন অঞ্চল ইউক্রেনীয় সেনাদের দখলে এসেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি জেলেনস্কি। সম্প্রতি পূর্ব খারখিভ দখলে হামলা জোরদার করেছে ইউক্রেন।
এদিকে, এক মাস পর ক্রিমিয়ায় ধারাবাহিক বিমান হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। বুধবার মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক ইউক্রেনীয়দের রাশিয়ায় নির্বাসনে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড।