বদলগাছীতে বিএনপি‘র বিক্ষোভ সমাবেশ  

রহমতউল্লাহ আশিক
নওগাঁ প্রতিনিধিঃ
জ্বালানি তেল, সার, পরিবহন ভাড়াসহ সব ধরনের পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ কর্মসূচি করেছে উপজেলা বিএনপি।
শনিবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার চৌরাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সঞ্চালনা করেন বদলগাছী উপজেলা বিএনপি‘র কমিটির সদস্য রেজাউন নবী স্যান্ডো ও রবিউল হাসান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভা মেয়র মো. নাজমুল হক সনি। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা বিএনপি‘র আহ্বায়ক মো. আবু বক্কর সিদ্দিকী নান্নু।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকার মিথ্যার ফুলঝুঁড়ি দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশে আর কোনোদিন ইভিএমে ভোট হবে না। ভোট হবে ব্যালটে এবং দিনের স্বচ্ছ আলোয়। জনগণের অংশগ্রহণে রাজপথে গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দাবি শুধু বিএনপি‘র না। এটা সর্বসাধারণের দাবি। সরকার জনগণের দাবি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন-পীড়ন করে দমিয়ে রাখতে চাচ্ছে। শরীরে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও ব্যালটে নির্বাচন করবে দেশের জনগণ।
বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন চৌধুরী এর সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, আমিনুল ইসলাম বেলাল, শেখ রেজাউল ইসলাম রেজু, মামুনুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ ফজলে হুদা বাবুল, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কামরুল আহসান নাহিদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাসেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান কেটু, আজিজুর রহমান বকুল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টিপু চৌধুরী বক্তব্য রাখেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বিএনপি * বিক্ষোভ * সমাবেশ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ