কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন নেছার
মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা কলেজের মেধাবী ছাত্রনেতা মোঃ নেছার উদ্দিন খান। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার কৃতি সন্তান। তার বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর (সদর) ইউনিয়নের দক্ষিণ দুমকি গ্রামে। গতো ৩১জুলাই রোজ রোববার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মোঃ নেছার উদ্দিন খান এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ছিলেন।
তার ছেলেবেলা, শৈশব দুমকিতেই কেটেছে। মেধাবী ও শান্ত প্রকৃতির ছাত্রনেতা হিসেবে ছাত্র রাজনৈতিক পরিমন্ডলে তার ব্যাপক পরিচিত রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত অত্যন্ত ধৈর্য, নিষ্ঠা, সততা, একাগ্রতা, পরিশ্রম, অটুট বিশ্বাস আর সংগঠনিক দক্ষতা দিয়ে ছাত্র রাজনীতি করে আসছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মোঃ নেছার উদ্দিন খান বলেন, শৈশব থেকেই তিনি বঙ্গবন্ধু’র স্বপ্ন বুকে লালন করে ধীরে ধীরে অত্যন্ত ধৈর্যের সাথে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন।
তিনি জানান ছাত্রলীগের সাথে স্কুলজীবন থেকেই সক্রিয় রয়েছি। ছোট সময়ে দূর থেকে মিছিল দেখে, বড় হওয়ার সাথে সাথে সরাসরি সক্রিয়ভাবে মিছিল মিটিংয়ে নিয়মিত অংশ নিতাম। জনতা কলেজ ছাত্রলীগ, দুমকি উপজেলা ছাত্রলীগ এবং ঢাকা কলেজ ছাত্রলীগের প্রতিটি প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।
আমি মুজিব আদর্শের একজন সামান্য কর্মী হিসেবে পরিচয় দিতে আমি সবসময়ই গর্ববোধ করি। আমাকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত করায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। তিনি ঢাকা কলেজ থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান নিজেকে জাতির পিতার আদর্শে তিল তিল করে গড়তে চাই। এছাড়া তিনি সবসময় ছাত্র সমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।