মদনে ইয়াবা সম্রাট ও ৮ বছরের সাজাপ্রাপ্ত আরিফ গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধিঃ

মদনের ইয়াবা সম্রাট নামে পরিচিত ও মাদক মামলায়  ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী  আরিফুল ইসলাম আরিফ (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার হাজী আব্দুল আজিজ খান সরকারি কলেজ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ উপজেলার মদন সদর ইউনিয়নের মদন দক্ষিণপাড়া গ্রামের নূরুল ইসলামে ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে নেত্রকোনা সদর থানায় ইয়াবাসহ গ্রেফতার হয়েছিল সে। এ সময়  তার বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় মাদক আইনে মামলা হয় মামলা নং ২৮(১১)১৫। মামলায় জামিনের পর থেকে সে আত্মগোপন ছিল। উক্ত মামলায় চলতি বছর বিজ্ঞ আদালত তাকে ৮ বছরের সাজা প্রদন করেন। এর পর থেকে হন‍্যা হয়ে খোঁজতে থাকে পুলিশ। আজ গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার এস আই দেবাশীষ দত্ত সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরিফের গ্রেফতারের সংবাদ শুনে স্থানীয় লোকজন উল্লাস প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে, তার গ্রামের অনেকেই জানান,মাদক সম্রাট আরিফের পৈত্রিক সম্পত্তি বলতে বাড়ীর ভিটে ছাড়া আর কিছুই ছিলনা। সে মাদক ব্যবসা করে বিলাস বহুল ৪ টি বাসের মালিক হয়েছে। যে বাস গুলো হাওলাপুরি মাইজভান্ডারি নামে মদন – চট্টগ্রাম রোডে চলাচল করে। নিজ গ্রামের বাড়িতে একটি ডুপ্লেক্স বিলাস বহুল বাড়ী নির্মাণ করেছে। এছাড়াও দেশের বিভিন্ন শহর  এলাকায় অনেক জায়গা জমির মালিক হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফেরদৌস আলম বলেন, অনেক চেষ্টা পর মাদক সম্রাট ও ৮ বছরের প্রাপ্ত আসামি আরিফকে গ্রেফতার করতে পেরেছি ।শনিবার তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ইয়াবা সম্রাট