ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নন তিনি
ডেস্ক রিপোর্টঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ইনকোর্স পরীক্ষা চলাকালে সাজিদ উল কবির নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নন। তিনি ঢাবিতে চান্সই পাননি।
পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাজিদ ৩ বছর ধরে ক্লাস করেছেন, ট্যুরে গিয়েছেন ব্যাচের অন্য শিক্ষার্থীদের সঙ্গে। এমনকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন থেকে নানা সময়ে গ্রহণ করেছেন মেধাবী সংবর্ধনাও। ঢাবি ছাত্রের পরিচয়ে দীর্ঘদিন ধরে একাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্কও গড়ে তুলেছেন তিনি।