দিরাইয়ে ইজারাকৃত জলমহালের মাছ লুট
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে চরনারচর বিএম মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের ইজারাকৃত ‘কামান কচমা গ্রুপ’ জলমহালের মাছ লুট করে নিয়ে গেছে এলাকাবাসী। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্দনে রোববার ভোর থেকে দিনব্যাপী সহস্রাধিক লোক পলো, জালসহ নানা ধরনের মাছ ধরার সরঞ্জাম নিয়ে এ ঘটনা ঘটায়। এতে অর্ধ কোটি টাকার মাছ লুট হয়েছে বলে সমিতির সদস্যরা জানান। এছাড়া জলমহালের মুলি বাঁশ, কাটাসহ মাছের আশ্রম ধ্বংস করে আরও প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি করেছে বলেও জানিয়েছে তাঁরা। ফিশিং চলাকালে প্রকাশ্যে মাছ ধরে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সমিতির সভাপতি হরকুমার মাহাস্য দাস।
জানা যায়, চরনারচর বিএম মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ‘কামান কচমা গ্রুপ’ জলমহালটি ১৪২৬-১৪৩১ বঙ্গাব্দ মেয়াদে বাৎসরিক ভ্যাট, টেক্সসহ প্রায় ৪০ লাখ টাকায় ইজারা মূল্যে ছয় বছরের জন্য লিজ গ্রহণ করেন। ১৪২৬ বঙ্গাব্দে উপজেলা ভূমি অফিসের মাধ্যমে লিজ গ্রহীতাকে দখল বুঝিয়ে দেয়ার পর সমিতি ওই জলমহালে মাছ চাষ করে আসছে। জলমহালটি তিন বছরের পাইল ছিল। সমিতির সদস্যদের ভাষ্য অনুযায়ী এলাকার কুচক্রী মহলের পরোক্ষ ইন্দনে জলমহাল সংলগ্ন এলাকার কয়েক হাজার লোক জলমহাল থেকে সব মাছ লুট করে গেছে।