হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে র্যাব গ্রেপ্তার করেছে। জানা যায় যে, গত শুক্রবার (২৫ মার্চ) শায়েস্তাগঞ্জ থানার নুরপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো চুনারুঘাট থানার বড়াইল এলাকার বাসিন্দা বলাই চন্দ করের ছেলে বিজন কর (২৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার চেচান এলাকার বাসিন্দা সমরু মিয়ার ছেলে কামাল হোসেন (৩০)।র্যাব -৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সুমেন মজুমদার জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ব্যাপারে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান অব্যাহত থাকবে।