ঝোড়ো হাওয়াসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টায় দেশের পাঁচটি বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। চট্টগ্রামে সর্বোচ্চ ৩২.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.০০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.০০ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.০০ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৩ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৩.০০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।