দামুড়হুদায় কয়েলের আগুনে পুড়লো বিধবা নারীর স্বপ্ন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে মশার কয়েলের আগুনে পুড়ে গেছে বিধবা বিলকিস খাতুনের গোয়াল ঘর সহ সন্তানের ন্যায় পালিত দুটি গরু।
ঘটনাটি ঘটেছে ২৫ মার্চ মধ্যরাতে উপজেলার হাতিভাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ায়। জানাযায়, গোয়ালে মশার উপদ্রব থেকে গরুকে রক্ষা করতে রাতে কয়েল দেয় বিলকিস। মধ্যরাতে সেই কয়েলের আগুন পাশে থাকা বিচালিতে লেগে বিরাট অগ্নিকান্ডের সৃষ্টি হয়। স্থানিয়রা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করলে ততক্ষণে বিলকিসের গরু দুটি সহ গোয়াল ঘর পুড়ে শেষ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানাগেছে, বিলকিসস খাতুনের স্বামী অর্ধ বছর আগে মারা গেলে নিজ পুত্রের বাসায় থাকতেন তিনি। গতকয়েক মাস আগে স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে দুটি গরু কিনেন। লালন করতে থাকে সন্তানের জত্নে। কিন্তু এক কয়েলের আগুনে সে স্বপ্ন ধূলিস্বাৎ হয়েগেছে। শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা বিলকিস খাতুন।
বিলকিস জানান, ঋনের টাকা নিয়ে গরু কিনেছিলাম। আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমি কিভাবে ঋণ পরিশোধ করবো আর কিভাবেই বা আমার সংসার চলবে। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
এ ঘটনায় দামুড়হুদা সদর ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান টোকন বিধবা বিলকিসের পরিবারের পাশে থাকার আস্বাস দেন।