দিরাই আগুনে পুড়ে চার পরিবারের প্রায় ৮০ লক্ষ টাকা ক্ষতি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে দিরাই পৌরসভার দোওজ গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের আঙ্গুর মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
দাউদাউ আগুনের লেলিহান শিখা পরিবারগুলোর আসবাব ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় দেড়ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
জানা যায়, আঙুর মিয়ার রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। এরপর আগুনে আঙুর মিয়া ও তাঁর চাচা সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান কাঁচা, চাচাতো ভাই ডালিম মাহমুদ ও আমিরুল ইসলাম বাপ্পুর ঘরগুলো সম্পুর্ন পুড়ে যায়।
দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ ইমরুল হক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। চারটি পরিবারের ১৭টি কক্ষ আসবাবপত্র ও মালামালসহ পুড়ে অন্ততঃ ৮০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আগুন * আগুনে পুড়ল * ফায়ার সার্ভিস * শর্ট সার্কিট * সুনামগঞ্জ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ