হবিগঞ্জে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা, আটক১

 

 

 

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ  প্রতিনিধিঃ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনিপাড়া গ্রামে বিনা বেগম (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এঘটনায় শুকুর আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। জানা যায় যে, রোববার (২০ মার্চ) দিবাগত রাত ১১টায় এ ঘটনা ঘটে। নিহত বিনা বেগম বাগুনিপাড়া গ্রামের বেকারির শ্রমিক ইউসুফ আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন।পুলিশ জানায়, রাত ১১টায় কে বা কারা বিনাকে তার ঘরে এসে ছুরিকাঘাত করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বিনা বেগমের স্বামী রাতে বাড়িতে ছিলেন না। সন্তানদের নিয়ে তিনি ঘরে ঘুমিয়েছিলেন। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ছুরিকাঘাত * নারী * হত্যা * হবিগঞ্জ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ